কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

দুখির ডাক্তার
ডাক্তারকে কয় শীর্ণ রুগী,
হইছে কঠিন অসুখ
এই ব্যারামে যে আমি
পাইনা কোনো সুখ।
ডাক্তার কয় চিন্তা নাই
আমি থাকতে ভাবনা কি!
ছাড়ো টাকা পরীক্ষা লই
তারপর দেখি হইলোটা কি।
রুগী কয় খাওন পাইনা
এহোন ট্যাকা পামু কই,
যে কয়খান ট্যাহা ছিলো
কিনছি লাঙল জোয়াল মই।
ডাক্তার কয়, ফ্রি সার্ভিস নাই
এখন পথ ছাড় ব্যাটা,
অহেতুক সময়টাই গেলো বুঝি
জুটলো এ কোন ল্যাটা।
রুগী কয়, হায়রে ঈশ্বর, খোদা
দুখির ডাক্তার আছে কই?
রোগ যাতনা, বিষাদ কষ্ট জ্বালা
দুনিয়ায় আর কতকাল সই!