হৈচৈ কবিতায় আবুল খায়ের নূর

ভুতের আছর
ভুত দেখেছে গান্দুর বউ
শেওড়া গাছের তলে,
কলসি ভরে জল আনিতে
যায় যখন সে কলে।
মুখ আগুনে গাছের ডালে
নিভে আর জ্বলে,
এক আগুনে ভেঙ্গে আবার
হয়যে কয়েক দলে।
ভয়ডরে হায়! জ্ঞান হারালো
দাঁতে লাগে কপাট,
চিৎকার শুনে পাড়ার লোকে
এলো ছুঁটে সপাট।
খিঁলাল দিয়ে দাঁত ছাড়ালো
দিলে মাথায় পানি,
ঝাড় ফুকারি দেয়ার শেষে
খুললো বদন খানি।
পেতনি ভুত এসব করে
ফিরলো কালাই হাটে,
ভয় দেখিয়ে মজা লুটে
সূর্য গেলে পাটে।