সাতে পাঁচে কবিতায় অজিত কুমার জানা

গ্রাম্য কবিতা
শব্দের শাড়ি পরে গ্রাম্য কবিতা,
চৈত্র সেলের ছাপা শাড়ি।
কপালে টকটকে সিঁথি,
পঙক্তিতে পঙক্তিতে ঝনঝন করে কঙ্কণ।
কাদা মাটি ভাবের শরীরে,
ঘাম গন্ধে বাতাস মাতাল।
প্রকৃতির রোদ বৃষ্টির সোঁদা গন্ধ,
ছন্দ,মাত্রা ও কথার পর্ণকুটিরে।
গ্রাম্য, চলতি, নগ্ন ভাষায়,
জ্বলজ্বল করে গ্রাম্য কবিতা।