T3 || ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || এ অজিত কুমার জানা

রঙ-বেরঙের শরীর
চিন্তা-ভাবনা, ইচ্ছে-অনিচ্ছের,
ভাব আর আবেগের,
অদৃশ্য শরীর শব্দমালায়,
প্রস্ফূটিত করে ভাষা।
প্রকাশ আর শ্রুতিমার্ধুয্যে,
লুন্ঠিত হয় শ্রোতা।
সব ভাষারই ওজন আর আয়তন সমান,
অধিকারের বেড়া ভেঙে,
ভাষা উড়ুক মর্যাদার ডানায়।
স্বাধীন হোক ভাষা দিবস,
একই মানচিত্রে শ্বেতবর্ণে রঞ্জিত হোক,
সব মাতৃভাষার রঙ-বেরঙের শরীর।