কাব্যানুশীলনে অজিত কুমার জানা

সময় থমকে দাঁড়ায়
ভেবে ভেবে মরচে ধরে ভাবনায়,
সমাধান সূত্র বানায় মগজ।
নতুন সকাল দিয়ে,
ঘষে ঘষে মরচে তুলি।
ভাবনা ক্ষয়ে রোগা হয়,
হালকা হয় সম্পর্ক।
ঘুড়ির মত ওড়ে,
সূতো ছিঁড়ে যাওয়ার ভয়।
একলা হয়ে যায় ভাবনা,
পথ অন্য দিকে ঘুরে।
সিলেবাসে ঢুকে নতুনত্ব,
ধারালো অনুশীলনে চকচক করে পাঠ।
পুরনো ভাবনা চুল ছড়িয়ে,
ঝড়ের ফসল বুনে,
সময় থমকে দাঁড়ায়।