T3 || লক্ষ্মী এলো ঘরে || বিশেষ সংখ্যায় অজিত কুমার জানা

লক্ষ্মী এলো ঘরে
আঁধার, ক্লান্তি, অবসাদ ডুবে,
চাঁদের জোছনায় আলোর বন্যা।
ঘরে ঘরে লক্ষ্মী জাগে,
রূপ আর সম্পদের কন্যা।।
লক্ষ্মী মায়ের আঁচল ভরা,
অঢেল স্নেহ,শান্তি সুখ।
লক্ষ্মী মা,কে দেখলে বারে,
হাসিতে ভরে ওঠে মুখ।।
লক্ষ্মী মোদের সবার দেবী,
লক্ষ্মী মোদের সবার মাতা।
ঘরে ঘরে লক্ষ্মী পূজোয়,
খুলে যায় আর্শীবাদের খাতা।।
লক্ষ্মী এলো সবার ঘরে,
অভাব, অনটন হবে দূর।
লক্ষ্মী পূজোয় বাজলো বুকে,
আনন্দেরই কত মধুর সুর।।