কাব্যানুশীলনে অজিত কুমার জানা

আত্মহত্যা
সকাল খুলে টাটকা খবর,
সবাই সকালকে চায়।
বেকার আশা রকে বসে,
শুধু ডিগবাজি খায়।।
মানুষ ছোট্ট টাকার গোলাম,
ঘুষের পায়ে ফুল।
সততা মুখে চুনকালি মেখে,
গড়ছে দূর্নীতির কূল।।
হাতের পাশে হাত বাড়িয়ে,
মিথ্যা ডাকে আয়।
সত্যকে দেখি ফুটপাতে বসে,
ভাঙা দুটি পা,য়।।