কবিতায় পদ্মা-যমুনা তে আলমগীর কবীর হৃদয়

এ সময় বড় কঠিন
(উৎসর্গ-সিলেট সহ বন্যা কবলিত মানুষের জন্য)
যেদিকে চোখ মেলি শুধু পানি আর পানি
স্মরণ কালের ভয়াবহ সময় পার করছে মানুষ
এ যেন ঠিক কেয়ামতের আলামত সম
হে সৃষ্টিকর্তা পরম দয়াময় দয়া করো আমাদের
ঘুমের মাঝেই পানিতে যাচ্ছে ভেসে
বুকের পরম ধন শিশু সন্তান
মৃত্যুর পর দাফন দেওয়ার জায়গাটুকু নেই আজ
পানি আর পানি চারিপাশে দৃষ্টিতে আসে
টিনের ঘর ছোনের ঘর গরু বাছুর সব গেছে ভেসে
পাকাপোক্ত শক্ত ইমারত রয়েছে যা দাঁড়িয়ে
বাণের জলে নিমজ্জিত বসবাস অযোগ্য যে
টাকা পয়সা আছে যার সেও নিরুপায়
খাদ্য যোগান আর সঠিক জীবন যাপনে হায়
নিম্নআয়ের ছিলো যারা তাদের কথা কি বলি
তাদের দু-চোখ সাহায্যের দিকে চেয়ে আছে খালি
হে বিত্তবান আসুন এগিয়ে ত্রাণ নিয়ে
পানিতে ভাসা শিশুর পবিত্র মুখ দেখে
ব্যথায় ভারি হয় বুকের পাঁজর চোখে জল আসে ।
সৃষ্টির নিপুণ কারিগর আল্লাহ পাক বলি তোমাকে
তুমি বড় দয়াময়, দয়া করো হে রহিম রহমান।