হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

পুতুল সোনার বিয়ে

পুতুল সোনা, পুতুল সোনা
তোমার দেবো বিয়ে!
বর আসবে পালকি চেপে,
টোপর মাথায় দিয়ে!

বরযাত্রী সব আসবে হেঁটে,
বরের পেছনেতে!
করো ঠিক কি কি খেতে দেবে
তাঁদের সেই পাতে!

বিরিয়ানি আর চিকেন চাপ
খাবেন পেট পুরে!
মিহিদানা মিষ্টি দই পান্তোয়া,
কলার পাতা জুড়ে!

নন্টে ফন্টে আর হাঁদা ভোঁদা,
বিয়েতে যে আসছে!
দুঃখের কথা রাস্তা ঘাট যে
কাদা জলে ভাসছে !

বাঁটুল বাবু জ্বরে কাবু
তিনি আসবেন না!
খাচ্ছেন শুধু দুধ সাবু
বেরোতে আছে মানা!

ডোরেমন ধরেছে বায়না,
আসতে নাকি চায়!
মা যে আসতে দিতে চায়না,
দুষ্টুমি বেড়েছে হায়!

পুতুল সোনা ভেবোনা তুমি,
বাজবে যে সানাই!
হরেক রকম মজা হবে,
সুখের সীমা নাই !

 

বৃষ্টিতে

বৃষ্টি পড়ে ঝরো ঝরো
বায়ু কাঁপে থরো থরো !

নদী জল ভরো ভরো ,
বৃক্ষ গুলো জ্বরো জ্বরো ।

লাফ দেয় কোলা ব্যাঙ,
শুধু দুটো লম্বা ঠ্যাঙ !
নাচে ভালো ড্যাঙ ড্যাঙ
নাচে শুধু কোলা ব্যাঙ।

কানে কানে চলে কই
নেই কেন কোনো হৈচৈ?
চুপ চাপ চেয়ে রই ,
কোথা যায় বল্ সই ?

পাখি গুলো ভেজে আজ,
গাছে গাছে ফেলে কাজ !
হনু গুলো নেই লাজ
সারা দিন করে রাজ।

ভিজে কাক দেয় ডাক ,
পাতি হাঁস পাক পাক।

খোকা বাবু জ্বরে কাবু
খায় শুধু দুধ সাবু ।
খুকি জলে হাবু ডুবু
খাল বিল টুবু টুবু !

বাজ পড়ে কড় কড়
গাছ ভাঙে মর মর !
বৃষ্টি পড়ে ঝম ঝম
কভু বেশি কভু কম !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

1 Response

  1. Prasanta Pan says:

    সুন্দর উপস্থাপনা, ভাবনা এবং সমম্নয়। খূব ভালো l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *