হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

স্মৃতিসুধা
আজো মনে পড়ে সেই কিশোর বেলার
মিষ্টি মধুর দিন গুলি
যেন সব ঘটনার ঝুলি,
ঝাঁপি খুলে বেরিয়ে পড়ে ,
আষাঢ়ে যেমন বারি ঝরে!
অন্ন আমার খেলার সাথি,
চলা এক সাথে হাতে হাত রেখে !
ছুটির দিনে আমরা দুজনে,
এ বেলা ও বেলা ই জমিয়ে খেলা !
কখনো লুকোচুরি, কখনো গুলি খেলা,
আবার বিকেলে হাডুডু বা এক্কা দোক্কা!
হরেক রকম খেলা, হরেক রকম মজা!
হাসিতে খুশিতে মেতে ওঠা!
এমনি এক জৈষ্ঠ্য দিনে,
বনের পথে আমরা দুজনে।
দুরে, অনেক দূরে
যেতে হয় মাঠের ধারে !
ঝুঁকে পড়া, খেজুর ভরা সেই গাছ!
মনে পড়ে আজ !
গামছা ভরে আনা,
ভাগা ভাগি পর্ব,
সব মিলিয়ে দুপুর গড়িয়ে বিকেল !
আবার লুকিয়ে রাখা ও খুব কঠিন।
মাকে, বাবাকে বলে দেওয়ার ভয়
মুঠো মুঠো খেজুর ঘুষ দিয়ে মন জয়!
কত দুপুর কেটেছে বাড়ির পিছনের এক পুকুরে
চুরি করে মাছধরা,জেলে এলেই দৌড়ে লুকিয়ে পড়া !
আবার ধরা খেয়ে বকুনি,ছিপ নিয়ে চলে যাওয়া,
তখন রাগিয়ে তোলা, চিৎকার করে,’ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে ‘
চিল চিৎকারে,কোলা ব্যাঙ,ভাঙা ঠ্যাঙ!
কোলা ব্যাঙ, ভাঙা ঠ্যাঙ!
যতো বার ভাবি , খুব হাসি পায় আজো!
স্মৃতি সুধায় মন ভরে,
আজি ঝরঝর বৃষ্টি ঝরে ,
সেই অন্নকে খুব মনে পড়ে!