মার্গে অনন্য সম্মান অনুপ কুমার দাস (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২১
বিষয় – মনের ওই পারে
চেতনা ও সাম্যের বন্ধন
মনের ওই পারে কি
শান্তি তুমি পাবে।
এই পারে ধর্মটুকু
নাই করে যাবে।
গরিব দুখী দয়া করো
ন্যায়বিচার করে।
তাহার পরে শান্তি পাবে
যেয়ে তুমি ওই পারে।
স্বপ্নে সুখ সবাই জানে
তবুও আশা করে।
তখন খুশি হব আমি
যেয়ে মনের ওই পারে।
এপার ওপার দুই পারেতে
শান্তি তব নাই।
মনের শান্তি চরম শান্তি
খুঁজি মনের পরে তাই।
শক্ত সাধন মন্ত্রমুগ্ধ
থেকেও অন্তরে।
আশা করি বেঁচে থাকি সুখ
পাব মনের ওই পারে।
মনের ওই পারে কিবা আছে
কে তব জানে তাই।
তবুও আমরা বেঁচে থাকি
তার ওই কোন আশায়।