T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অমলেন্দু কর্মকার

ঋণী

তুমি তোমার সকল কিছু
দিলে উজাড় করে,
বিশ্বাসে আর নিঃশ্বাসে যা
ছিল সব ই দিয়েছো তা
আমি এমন অধম যে সব
নিলাম দুহাত ভরে;
আমি ঋণী তোমার তরে।

হে প্রেয়সী হে আনমনা
শ্রেষ্ঠ তোমার দান,
স্বার্থ বিনা তোমার দানে
তোমার ভালবাসার মানে
বোঝার মত বুদ্ধি আমায়
দেয়নি ভগবান;
তাই ঋণী আমার প্রাণ।

যা চেয়েছি তাই দিয়েছো
চাওয়ার বেশি কিছু,
তোমার দানের পাত্রতে আর
হাত লাগানোর নেই অধিকার
ক্লান্ত বিবেক দানের ভারে
করছে মাথা নিচু;
আমি চাইনি এতো কিছু।

তুমি জয়ী বিশ্ব জয়ী
বিশ্ব ভূবন তলে,
তোমার প্রেমে বিশ্ব সচল
তা ছাড়া তো সকল অচল
তোমার কাছে হেরেই আমি
বিশ্ব জয়ীর দলে;
তোমায় স্পর্শ করার ফলে।

বিশ্ব মাঝে তোমার কাছে
ক্ষুদ্র আমি জানি,
তোমার গভীর মর্ম ভাষা
বিচিত্র এই ভালোবাসা
খেয়ালী ঋতুর মনের আশা
অস্ফুট সেই বানী;
আমি বুঝিনি, …তাই ঋণী।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।