কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল

বাবার মতো

বাবার দু’চোখ ভরা যেদিন বুড়িগঙ্গা দেখেছি
সেদিন হতেই হয়তো আমার মরা শুরু,,,।

এখনও রোজই মরছি
একটু একটু করে।

মাটিচাঁপা দিয়ে রাখি
-সমস্ত আলাপ
এমনকী বেড়ে ওঠা স্বপ্ন। দুর্গন্ধ ভয়ে।

এ চোখ
আর উৎসব খোঁজে না। নিরুৎসাহী

নীরবতাও আজ – ঢেউ!

চিৎকার দিয়ে ভেঙে পড়ে বাবার মতো।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।