।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অমলেন্দু কর্মকার

যদি বেঁচে থাকি মিলবো পরস্পরে

স্বপ্নের বাতি জ্বালিয়ো না মিছি মিছি,
এখন পৃথিবী পাল্টে যাচ্ছে ধীরে।
ওগো চঞ্চলা এই বেশ ভালো আছি,
আতঙ্ক থাকে বন্ধ দুয়ার ঘিরে।
দূরে যেতে যেতে ক্রমশঃ ধোঁয়াটে লাগে,
গোধূলির রঙে দিগন্ত রাতে সিঁথি।
অনুভূতি গুলো মুচড়ে মুচড়ে জাগে,
একাকীত্বের গান গায় ছায়াবীথি।
এখনও অনেক অনেকটা পথ বাকি,
মিলনের সেই চৌমাথা যেতে হলে।
এই দুর্দিনে দাঁতে দাঁত চেপে থাকি,
কাছাকাছি যাবো; মহামারী চলে গেলে।
ওগো চঞ্চলা ওগো প্রিয়তমা মোর-
এ বাতাস বড়ো বিষাক্ত বিষ ভরা।
অধৈর্য আর নিঃসঙ্গের ঘোর,
দুঃস্বপ্নের ব্যবধানে দিশেহারা।
এই মহামারী মহাকাল স্রোতে এসে-
তোমাকে-আমাকে আলাদা করেছে আজ ।
জীবনের তরী মৃত্যুর কোল ঘেঁষে,
শেষ খেয়া হাঁকে, অকালে ঘনায় সাঁঝ।
হারিয়ে গিয়েছে সেই চেনা গলিটাই,
বিভূঁই বিদেশে স্মৃতিগুলো ভিড় করে।
সদ্য অতীত হামাগুড়ি দিয়ে যায়,
যদি বেঁচে থাকি, মিলবো পরস্পরে।

❤️❤️
বন্ধন দিনু খুলিয়া

বন্ধ ঘরের দুয়ার দিয়েছি খুলিয়া,
আজি এ শ্রাবণে বন্ধু গিয়েছে ভুলিয়া,
এই জীবনের বন্ধুর পথে
রাগে অভিমানে বন্ধুর সাথে
কতো আলাপন স্মৃতি আঁখিপাতে ভেসে চলে, উঠি দুলিয়া;
আজি বরষায় আমি একা একা, প্রিয়তম গেছে ভুলিয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলিয়া,
শ্রাবণ ধারায় ভেজা মন ওঠে দুলিয়া,
মায়াময় স্রোতে করেছি গমন
কখনো একাকী কখনো দুজন
কখনো বন্ধু কখনো সুজন কখনো সকলি ভুলিয়া;
মহাকাল স্রোতে চলেছে জীবন, বয়সের ডোর খুলিয়া।
আজি সন্ধ্যায় দরজা রাখিনু খুলিয়া,
প্রেমের প্রদীপ রাখিনু যতনে তুলিয়া,
এই খেলা ঘর এই প্রেম ডোর
কোথায় বন্ধু ? নিশী হলো ভোর!
কোথা দাঁড় কাছি, কোথায় নোঙর কোন মাঝি নিল খুলিয়া?
জীবন তরীর কে ধরিবে হাল তরঙ্গ ওঠে ফুলিয়া।
সাতনরী হার আনমনে রাখি তুলিয়া,
মিলন স্বপনে বিরহ ক্ষণিক ভুলিয়া,
চকিতে ভাঙিল সে দিবাস্বপন
এই বরষায় একা একা মন
বিদীর্ণ হিয়া ওঠে ফুঁপাইয়া সারা তনু ওঠে দুলিয়া;
আজি বরষায় আমি একা একা, প্রিয়তম গেছে ভুলিয়া।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।