অধৈর্য আর নিঃসঙ্গের ঘোর,
দুঃস্বপ্নের ব্যবধানে দিশেহারা।
এই মহামারী মহাকাল স্রোতে এসে-
তোমাকে-আমাকে আলাদা করেছে আজ ।
জীবনের তরী মৃত্যুর কোল ঘেঁষে,
শেষ খেয়া হাঁকে, অকালে ঘনায় সাঁঝ।
হারিয়ে গিয়েছে সেই চেনা গলিটাই,
বিভূঁই বিদেশে স্মৃতিগুলো ভিড় করে।
সদ্য অতীত হামাগুড়ি দিয়ে যায়,
যদি বেঁচে থাকি, মিলবো পরস্পরে।
❤️❤️ বন্ধন দিনু খুলিয়া
বন্ধ ঘরের দুয়ার দিয়েছি খুলিয়া,
আজি এ শ্রাবণে বন্ধু গিয়েছে ভুলিয়া,
এই জীবনের বন্ধুর পথে
রাগে অভিমানে বন্ধুর সাথে
কতো আলাপন স্মৃতি আঁখিপাতে ভেসে চলে, উঠি দুলিয়া;
আজি বরষায় আমি একা একা, প্রিয়তম গেছে ভুলিয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলিয়া,
শ্রাবণ ধারায় ভেজা মন ওঠে দুলিয়া,
মায়াময় স্রোতে করেছি গমন
কখনো একাকী কখনো দুজন
কখনো বন্ধু কখনো সুজন কখনো সকলি ভুলিয়া;
মহাকাল স্রোতে চলেছে জীবন, বয়সের ডোর খুলিয়া।
আজি সন্ধ্যায় দরজা রাখিনু খুলিয়া,
প্রেমের প্রদীপ রাখিনু যতনে তুলিয়া,
এই খেলা ঘর এই প্রেম ডোর
কোথায় বন্ধু ? নিশী হলো ভোর!
কোথা দাঁড় কাছি, কোথায় নোঙর কোন মাঝি নিল খুলিয়া?
জীবন তরীর কে ধরিবে হাল তরঙ্গ ওঠে ফুলিয়া।
সাতনরী হার আনমনে রাখি তুলিয়া,
মিলন স্বপনে বিরহ ক্ষণিক ভুলিয়া,
চকিতে ভাঙিল সে দিবাস্বপন
এই বরষায় একা একা মন
বিদীর্ণ হিয়া ওঠে ফুঁপাইয়া সারা তনু ওঠে দুলিয়া;
আজি বরষায় আমি একা একা, প্রিয়তম গেছে ভুলিয়া।