কবিতায় বলরুমে শ্রী অমিতাভ কর

হতেও তো পারে 

এমনটাও তো হতে পারে
হারিয়ে যাওয়া নিজের খোঁজে নিজেই ছুটে চলেছি ।

সমুদ্র থেকে পাহাড় ,
সবুজ শস্য ক্ষেত থেকে রুক্ষ মরুভূমি ।

এলোমেলো হাওয়ায় সব চেনা –
অচেনায় পর্যবসিত ।

তোমার সঙ্গে দেখা –
অনন্ত বিস্ময় –
অভিমান গলে পড়ছে মোমের মতো ।

আবার কবিতার খাতারা আমায় ডাকতে থাকে ॥

হাত ধরে মনে করিয়ে দিই ,
একদিন বলেছিলে ” তোমায় ফেলে কোথায় যাবো “!

তাহলে আমায় কেন ছুটে বেড়াতে হয়
আমার খোঁজে !!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।