কবিতায় অর্পিতা কুন্ডু

বারান্দা
দুএকটা শব্দ দিয়ে
তোমায় মেপে দেখেছি…
.কুয়াশার প্রান্তে একফালি
চাঁদ হয়ে হাসছো তখন..
.কাকভোরে ঘাসের আস্তিনে
ধোঁয়া ধোঁয়া কিছু একটা চোখে পড়ছে.
..তুমি ক্রমশ আমার হচ্ছো….।.
..তোমাকে খুঁজছি প্ল্যাটফর্মের খাতায়
.আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে …
তোমার চোখ মুখ ঠোঁট…
হেঁটে যাওয়ার মসৃণ আবেদন…
আমাকে ছুঁয়ে যায় ক্রমশ..
.আমি রিক্ত হই….ঋদ্ধ হই…
শুধু তোমার হই..
.অন্ধকার নেমে আসে..
.আমার বুকে…
একফালি চাঁদ ক্রমশ উজ্জ্বল তখন
আমার বারান্দায়।