T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় অর্ণব কর্মকার

৮ই ফাল্গুন
তোমায় চিনব বলে একদিন লাল রাস্তা খুঁজেছিলাম
যেই পথ খুঁজেছিল বাংলা ভাষাভাষীর দেশগুলি
এমনই বসন্ত কাল এলে পর্ণমোচীর শরীর কেঁপে ওঠে
চিনিয়ে দিতে ওই লাল পথ তাঁর সমস্ত বোধ
ফাল্গুনের পাতা হয়ে ঝরে পড়ে।
ওই যে সামনে যে মেয়েটি
বাঁশের লগা নিয়ে হেঁটে চলেছে
তাঁকেই অনুসরণ করি;
এই যে আমার হাঁটা এবং হেঁটেচলা
তারও সঙ্গ দিচ্ছে একজন অচেনা মানুষ
যার ডান হাতে শুক্ল পঞ্চমীর চাঁদ আর বামহাতে ঝাড়ু
এভাবেই তোমাকে চিনে নিতে হবে ৮ ই ফাল্গুন
অচেনা মানুষ আর মেয়েটির সকালের গান
যেভাবে ডাক দেয় তীব্র দাবদাহ আর সবুজ পাতাদের।