T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শ্রী অমিতাভ কর

ফেরা
ইচ্ছে করলে ফিরে তো তুমি আসতেই পারো ।
দরজা ভেজানো , চাই একবার তুমি কড়া নাড়ো ,
সোনালী গমের ক্ষেতে রাতে –
যেখানে চাঁদ তার আসন পাতে ,
সেখানে নাহয় বসবো সারা রাত ,
শুনো স্বীকারোক্তি , যাতে ছিলনা আমার কোন হাত ।
ইচ্ছে করলে ফের ফিরেও তুমি যেতে পারো ,
আমিও চাইনা তুমি নিজেই নিজের কাছে হারো ॥