বাড়ি মালদা। বর্তমানে কলকাতার একটি বেসরকারি কলেজে এম বি এ পড়ছি। দ্বিমাসিক কচি পাতা ও কচি পাতা প্রকাশনার সহ-সম্পাদক। ইতিমধ্যে আমার একটি পিডিএফ কবিতার বই “দ্রবীভূত চাঁদ” প্রকাশিত হয়েছে। এছাড়াও বিভিন্ন পত্রিকায় লেখালেখি করি।
যেই গ্রামের নাম নেই
যেই গ্রামের কোন নাম নেই,
যেই পথে কেউ হেঁটে যায় নি কখনো,
সেই পথ ধরে হেঁটে যাব।
বাঁশি বেজে চলবে পাতায় পাতায়।
পাড়ার পর পাড়া হেঁটে যাব।
কত বাড়ি কত মানুষ পেছনে থেকে যাবে।
আমাদের আলাপ হবে না কোনোদিন।
কে ছিলাম আমি, জানবে না কেউ।
আমিও মনে রাখবো না কাউকেই।
এই পথে আর ফিরে আসবো না একথা শুধু আমি জানি।
এই পথ, এই গ্রাম, এত এত বাড়ি আর তার ভেতর গজিয়ে ওঠা মানুষ,
কেউ জানে না।
যেই গ্রামের কোন নাম থাকে না,
তার বুকের ভেতর একটা বাউল গান লেখা থাকে।
কেউ একতারা হাতে সেই গ্রামের উপর দিয়ে হেঁটে গেলে, সেই গান শোনা যায়।