কবিতায় অর্পিতা কুন্ডু

বৈশাখী দিন
বৈশাখী দিন শুরু
নীল শাড়ির আঁচল
তোমার হলুদ পাঞ্জাবি
আবারো নতুন করে
নতুন ভোরে….
ঝরা পাতাদের ভিড়ে হারিয়ে যাওয়া বিকেল
আর সন্ধ্যা নামা নদীর বুকে
বছরের শেষ বিকেলের নিভে যাওয়া…
আবারো নতুনের খোঁজে
আমাদের পাল্টে যাওয়ার ইতিকথায়
কোথাও কোথাও বিরামচিহ্ন একেও
এগিয়ে যাওয়ার গল্পবলা
শুভ নববর্ষ আর ভালো থেকো
শুভেচ্ছাবার্তা মেকি জীবনছন্দে
আবারো একটা বছর
আরো আধুনিকতার নেশায় মশগুল।