কাব্য কথায় অমলেন্দু কর্মকার

ঊর্মিমালা

নির্জন সৈকতে আসি অলস দুপুরে বসি
লিখিলাম আজিকার লেখা,
তুচ্ছ মনেহয় হেথা জীবনের লোকগাথা
মুছে যায় আকাঙ্খার রেখা |
সম্মুখে লুটায় আসি দূর সমুদ্রের হাসি
উদ্বেলিত তরঙ্গ হিল্লোল;
সফেন সমুদ্র জলে ভাঙ্গাগড়া খেলা চলে
মুহূর্তে মিলায় কল্লোল |
শান্ত সমাহিত তটে যুগ যুগান্তর হতে
চলিছে অনন্ত এই খেলা ;
কত প্রাণ সাক্ষী থাকে সীমা অসীমের ডাকে
গড়ে স্বপ্ন , ভাঙ্গে ঊর্মিমালা ||
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।