ক্যাফে কাব্যে অর্পিতা কামিল্যা

অক্ষম আমি
আমি তে আছে মন
মনে থাকে মহা জগৎ।
‘আমি আমি’ নিঃশব্দ তপে
আত্মমগ্ন সাধক নয় আত্মকেন্দ্রিক।
স্বগত তপে,আত্মোপলব্ধির মাধ্যমে
মহা জাগতিক ‘আমি’র পরিচয়ে
জন্ম মৃত্যুর চক্র থেকে
জীবের মুক্তি,ঐশ্বরিকে বন্দী।
সজীব সক্ষম করুণ বিলাপে
দীর্ঘশ্বাসে ‘আমি’র হৃদয় ভারাক্রান্ত।
তাদের অনবরত অভিযোগ,ঈশ্বর
নাকি ঐশ্বর্য হরণ করে!
‘আমি’ আর জীবনের অবধারিত
বিচ্ছেদের পর নিভৃতে নির্জনে,
হৃদয় শীতল সমাহিত করতে
অক্ষম আমার সজীব আত্মীয়।