ক্যাফে কাব্য গুচ্ছ তে অর্পিতা কামিল্যা

১| সমষ্টির সঙ্গে একাকার
শ্রীচৈতন্যদেব মিশেছেন জগন্নাথ দেবে,
দ্বারকায় শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে।
অণুবীক্ষণিক জীবকোষ থেকে জীবন,
জীবন থেকে সাধনায় পরমেশ্বর।
ঈশ্বরের ইচ্ছায় সব লীলাসহায়ক।
মেলানো মেশানো সব পরিকল্পিত
তোমার আমার পঞ্চভূতের দেহের,
ঈশ্বরীয় আমিতে সব একাকার।
২| জীব থেকে ঈশ্বরত্ব
দেহ মন বুদ্ধি থেকে
পার হলে তবেই আরাম।
শরীরে ব্যাধি,আবার আরাম,
ভোগান্তিতে যত রাজ্যের কষ্ট।
কষ্ট করে ত্যাগে আরাম।
তবে শরীর ত্যাগের আগে
মায়া ত্যাগ করতে পারলেই
জীবন্মুক্ত জীব ঐশ্বরিক শান্তিতে।