কাব্য কথায় অমলেন্দু কর্মকার

পথকথা

রাতের কুয়াশা পথ ঢেকে রাখে
ঢাকে পথবাতি,
ঢাকা দেয় গাড়ি আয়না;
অচেনা লোকের মুখ ঢাকা থাকে
মুখোশে , কাপড়ে…
তার আড়ালে থাকে হায়না।
এ পথ আঁধারে চুপিচুপি লেখে
দৈনন্দিন পদধ্বনির কাব্য…
ঢাকা পড়ে যায় সব দিনলিপি
পথের ধুলায়;
পড়েছো কি ?
…….তা অশ্রাব্য।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।