কাব্য কথায় অমলেন্দু কর্মকার

শৈশব

ধুলো মাখা শৈশব মধু মাখা স্মৃতি;
ফেলে আসা সেইসব ভালোবাসা, প্রীতি।
আজ ফের ভেসে ওঠে হারানো সে ছবি;
মনে পড়ে বার বার চেনা মুখ সব’ই।
মেঠো পথে দৌড়ায় ছোট ছোট ছেলে;
কেউবা নদীর জলে লাফালাফি খেলে।
খেলা শেষে কেউ কেউ ঝগড়ার পরে;
নালিশ জানায় মা’র আঁচল টি ধরে।
আজো খুঁজি সেই সব স্বপ্নের দিন;
ডাক দেয় শৈশব, বাকি থাকে ঋণ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।