কবিতায় অর্ণব কর্মকার

সহায়শূন্য কথাগুলি…

অ-আ-ক-খ পার করছে সংশোধন রেখা।
সেখানে নীলের—নিরলস শ্রমদান বন্ধ।
যে-কটি সবুজ ঘাস—মাথা তুলে দাঁড়াবে বলে উৎসুক
তারা সব অসহায় বোধ করে।
এ-কেমন বিজ্ঞপ্তি জারি—পেপারে-পেপারে!
যারা সব ঘুরে ফেরে—রৌদ্রের হাতে আঁকা আলপনায়
তারা খুবই অসহায় বোধ করে।
আমি শব্দ-ভাণ্ডার থেকে
খুঁজে পাচ্ছিনা কোনো কলম—লাল-কালি-ভরা
যারা এসে লিখে যাবে
‘ভ্রম-সংশোধন’
কথাগুলি তাই—অসহায় বোধ করে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।