কাব্য কথায় অমলেন্দু কর্মকার

বৃষ্টি আসে

বৃষ্টি আসে বৃষ্টি আসে
ওই চেয়ে দ্যাখ মাঝ আকাশে
আঁধার নামে দিগ্বিদিকে
ঝাপসা হয়ে আসে ।
সোঁদা মাটির গন্ধ পেয়ে
আধমরা মন উঠল গেয়ে
চাষের খেত আর মাঠ বুঝি ওই
জল থৈ থৈ ভাসে ।
বৃষ্টি আসে পুকুর পাড়ে
বৃষ্টি আসে নদীর ধারে
চাষের খেতে চাষীর মেয়ে
আলপথে যায় হেঁটে ।
ধানের চারা হাওয়ায় দুলে
পশ্চিমে মেঘ উঠছে ফুলে
বাবুই পাখি বুনছে বাসা
যত্ন করে খেটে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।