ক্যাফে কাব্যে অর্পিতা কামিল্যা

অন্তর ক্ষরণ
নির্বাক নয়ন,
বোঝায় শিহরণ।
দেখে অপলক
খসায় পালক।
অনুভূতি ওড়ে
আকাশ দূরে
নীলের আদরে
ছায়া রোদ্দুরে।
অতল স্পর্শে
প্রেম বিতরণ।
অভিসার সাজে
………অন্তর ক্ষরণ!
অবাক অবাস্তবে
অবৈধ বিছানায়,
অবাধে অনায়াসে
যুক্তি অনৈতিকতায়!
অপ্রাপ্তির কারণেই
প্রাপ্তির অকাল মরণ
আর প্রাপ্ত বয়স্কের
অহেতুক…. অন্তর ক্ষরণ।