কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল

অভাবের মতো
ঠোঁটের যে বর্ণনা তুমি রেখেছিলে
উদ্বেলিত, উৎফুল্ল হয়ে, ও এখন
আইসক্রিম হতে চাইছে,,,। কারো কারো।
ও এমনিতেই রোগ!
দোষের মতো কিছু একটা
লেপ্টে থাকে __সর্বদা
তবে বিশেষণ রেখনা আর । কোথাও ঘোলাটে হয়ে আসে পৃথিবী।
কখনও যদি পারো। আর সুযোগ যদি
সক্ষমতা দিয়ে থাকে –
অাঙুলের ঘষায় ঘষায় আগুন উঠিয়ে যাও,,,
দ্যাখবে
পইপই করে বলে দিবে তৃপ্তিদায়ক কিছু ভাষা।