T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অর্ণব কর্মকার

আমন্ত্রণ
নিস্তব্ধে তোমার সমস্ত কাজ চুকিয়ে দাও
এসে বসো সবুজ ধানগাছটির নিচে
সদ্য শরতের শিশির এসে লেগেছে তার মাথায়
সূর্যের আলো পড়ে শিশিরকণা আজ চমকিত
এসে বসো আর অপেক্ষা করো কিছুক্ষণ
যে বাতাস বইছে তাতে পুজোর গন্ধ আমি জানি
তুমি বিচলিত হয়োনা, সচেতন হও
সাবধানে তাকাও ধানগাছটির দিকে
সূর্যের দিকে মুখ করে ওর মাথা
তোমার দক্ষিণ থেকে উত্তরে ওর শ্যামলিমা
ছড়িয়ে পড়ছে ওর সর্বগ্রাসী আন্দোলন
মনে হয় যেন সবুজ আকাশ ঘিরে ফেলেছে ওর শরীর
এখন ঢাকের শব্দ তোমার মনকে যেন আন্দোলিত না করে
দেবী আসছেন অথবা যাচ্ছেন,
একথা নিয়ে আচ্ছন্ন হয়োনা, সামনে তাকাও…
কয়েকটা দিন পর ধান গাছের ফসল ছুঁবে মাটিকে
প্রসব বেদনায় ছটফট করতে থাকা তোমার সমস্ত শরীর
শীতল বাতাসের দিকে না তাকিয়ে
জন্ম দিতে চাইবে একটা সোনালী সময়কে
যেখানে সমস্ত মাঠজুড়ে ভরে উঠবে
তোমার এতদিনকার সোনালী স্বপ্ন
এবার সময় উঠে দাঁড়ানোর
মেরুদণ্ড সোজা করে দাঁড়াও
হৈ-হুল্লড়ে মেতে যেতে পারো কিছুক্ষণ
দেবী আসছেন, এই ভাব নিয়ে এগিয়ে যাও
আর আমন্ত্রণ জানাও
নতুন এক শারদীয়াকে।