কবিতায় পদ্মা-যমুনা তে আবু জাফর সিকদার

জয়ন্তী
শীতের আবেশে জমে কুয়াশা শিশির
দিকেদিকে হলাহল, রাহুর গরাস
মিথ্যা বেসাতী মুকুরে করে বসবাস
অকাল সন্ধ্যায় রাত নিঝুম নিবিড়।
.
ঐ দূর নীলিমা ছিলা অমানিশা ঘোর
রটনা ঘটনা হোক; কান কথা নেব না
কালো হয়না কভুও চাঁদের জোছনা
রাত্রির আঁধার কেটে নামে স্নিগ্ধা ভোর!
.
প্রেমিক প্রিয়ন্তী দ্যাখো মিটি মিটি হাসে
সবুজ পতাকা উড়ে লাল টিপ পরে
আনন্দ ধরেনা পথে মাঠে কিম্বা ঘরে
বিজয়ের সূর্য জাগে শাপলাটা ভাসে।
.
ফুল ফোটে ফুল বনে অলি ঠোঁটে মধু
ফুটফুটে শিশু কোলে হাসে প্রিয়া বধু!
.