হৈচৈ কবিতায় আয়াত জাকারিয়া

বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু,
তোমাকে আমি দেখিনি,
দেখিনি তোমার সাদা পানজাবি
আর কালো কোট৷
কিন্ত অনুভব করি তোমাকে,
হয়তো এই অনুভব এসেছে
আমাদের পূর্বসুরীদের সংগ্রামের বিনিময়ে,
হয়তো এসেছে কতশত শহিদের রক্তের দানে!
বঙ্গবন্ধু,
তোমাকে আমি দেখিনি,
দেখিনি তোমার তর্জনী তোলা ভাষণ!
কিন্ত আজো তোমায় হৃদয়ে রাখি,
স্মরণে রাখি সেই দিনগুলি—
যেই দিনগুলি এনেছে বাংলার স্বাধীনতা,
আমাদের বিজয়৷