• Uncategorized
  • 0

কবিতায় স্বর্ণযুগে আমিনুল ইসলাম (গুচ্ছ কবিতা)

২দণ্ড আদ্রতা

১।
স্পর্শকাতর
মুখ
আদল
আদপে বেয়াদব
উল্কামন
জোয়ার
সজল
আদালত
দেহের
মামলা
১পশলা বিকেল গড়ায়
আধুলির ঘ্রাণ
তালুময় ভালোবাসা
জেগেছিল
~ খেয়াঘাট
মানহানি জেনে
বহুদূর
~ চেয়ে
অজস্র ফাটল
নক্সায় ফুটছে শ্মশান
ভালোবাসা
~ আলোআঁধার
স্পর্শকাতর রোগের নাম
২।
ভিজতে না চেয়ে
ছাতা
দেখছে নদী
কীভাবে বইছে
তরঙ্গ লেখা
কীভাবে
সরল তুলি
খুঁড়ছে অসুখ
পথ্যময় পথে
জমাট মেঘমল্লার
১গ্লাস ভালোবাসা
ভর্তি শিশির
জাহাজ ডুবছে বন্দর ~
৩।
মেরুন সময়
মোলায়েম
অভিজ্ঞতা
আলতো
অভিনয় মাখা
বিরুদ্ধতা
পক্ষপাত
বিপক্ষজুড়ে
ফুরফুরে
জাতপাতহীন
ফুরসৎ
চণ্ডাল নখদন্ত
অপ্রকাশিত ফুলের
আলোয় ভিজছে
ছাতা
নিশ্চিত
৪।
এ আকাশ গোলাপি নয়
এখন হলুদ ও লালের মিশ্রন
‘মিছরির ছুরি’ চেখে দেখা
কতটা নিরাপদ
এই অঝোর শ্রাবণ
৫।
গণ্ডির ভেতর ফাঁকা
বিস্তির্ণ খোলামেলা
বাইরে গুমোর
অনেক কিছুর
লেগেছে
মাছ ফাঁসিজাল
ছটফট
প্রাণবায়ু
চড়ুই ফুড়ুৎ
এডাল-ওডাল
উড়ছে…
৬।
এইতো সময়
যখন টুটি চেপে
লাল-হলুদ বর্ণচ্ছটায়
এইতো এখন
চোখের মাপে
খেয়াল ~
বানায়! জানলা
ঘুড়ির লেজে ~ বাজিয়ে সানাই
এই অলসতা
জড়তা
জর্জরিত পোশাকে
মোড়ানো শরীর
তোমার →(দিকে)
কতো অভিনয় মেখেছে বালিশ
৭।
ফুলের মালায়
সাজানো
সহস্র পরিপাটি
মূল্যহীন
তুচ্ছ এ বাতাস মৃত্যুর →
বাজিকর
নত নয়
মুঠোয় সূর্যমূখী
জেগেছিল
অপলক
শীর্ণ জলধারা তিরতির
ভরা নৌকায় উচ্ছল জোয়ার …
৮।
এ জাগরণ মায়াময়
ফুটপাত শয্যাময়
কল্কিমম্বন্তর
তুফান
আয়না শেওলাময়
চেয়ে আছে নিষ্পলক
ক্ষুধায় জেগেছে সবুজ
বায়নাময়
এ আয়নাঘর ~
৯।
শালুক ফুলে
নিছক কাঁটা
ফুটলো হাত
নখের নীচে
রক্ত চাঁপা
দেখছে দাঁত
১০।
আদিগন্ত ঠাওর
জলে
ভাসছে ভুলের ছদ্মনাম
আসল নকল
গুড়ের পিঠে
শরীর জুড়ে অন্ধ ধাম
হরি হে! এবার বলো…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।