• Uncategorized
  • 0

কবিতায় স্বর্ণযুগে আমিনুল ইসলাম (গুচ্ছ কবিতা)

ইনবক্স (সিরিজ)

১|
গুণ্ঠন খোলা~
+/- ৯০% প্রেম + সুগার ফ্রি হাওয়া
এখন বন্ধ জানালা
ময়ূর নাচ = দেখছে দুপুর
সুতরাং (সারবস্তু – উদ্ভাবন) = ঘষা কাচ
২|
জ্যোতিষের আঁচল থেকে
প্রজ্জলিত লণ্ঠনটি জ্বলনশীল
ঢ্যামনা ছায়া + আকন্দ পাহাড়
সুতরাং (কথার প্রজাপতি) ~
৩|
রম্বস →টানা কাজল
উপচানো গালিব
ফেরি করছে লজেন্স
কৃষ্ণের বাঁশি লাটাই গুটিয়ে চলে
এখন আবছা মায়া = জাগতিক বহুজগৎ
৪|
শিয়ালের পা’য়ে রাখা ৪’প্রহর
গুটিকয় পিয়ানো হাসছে
মোমবাতির পাঁজরে তীব্র পারদ
নেমে আসে সন্ধ্যায়…
৫|
খোলা শিকল
বস্ত্রহীন দেয়ালে ঝোলানো
বিঁড়ি পাতার টুপি
নকল অলংকার → মেরুদণ্ডে বয়ে চলেছে
একনাগাড় পিপাসা ~
৬|
হাতির দাঁত = দেখানো সকাল
এবং ভিজে সন্ধ্যার লোকালয়
টিয়াপাখির ফানুস + দেশলাইয়ের বাক্স
৭|
পদ্মফুলে কাচের আত্মা
কালো ভ্রমর
নকল আয়নার ভিতর
জ্যোৎস্নার কুঁচফল
সুতরাং (অঢেল সমুদ্র)
৮|
অহং মিশ্রিত ধোঁয়ায় আচ্ছন্ন সিগার
আংটি ঘুরপাক
ক্যাডবেরি ঠোঁটের বিশ্লেষণ
কামড়ে ধরে মধু
৯|
জোনাকি বলয়→ গিটারের পেয়ালা
আলতো চুঁয়ে পড়ে ধড়কন
বেধড়ক খোয়াইশে জমাট আইসক্রিম
আগ্নেয়গিরি জ্বলছে ~
১০|
চোখের নহবত
কুমারী দৃষ্টিতে ভেজে ~
দহন-দর্পণে রাখা জলের প্রিজম
সরীসৃপ হাঁটছে ~
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।