T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় আমিনুল ইসলাম

ধূসর মেলবক্স
১
গাধার রঙে তো আর আঁকা যায়না প্রজাতন্ত্র
তাই মন্ত্রবল অনায়াস
এই নাও একগ্লাস হলুদ জ্যোৎস্না ~
মহোদয়!
রঙিন দরজায় গাধারা দাঁড়িয়ে~
ভেতরে আসার সময় এখনও আসেনি মনে হয়
২
খোলা
তবে প্রহরী
অনুমতিহীন ফুল ~
পাখি ও ভ্রমর আসে না
ঘুম হারাম
কথা বলাও…
নতুন বিলে শ্বাস-প্রশ্বাসেও ২৮%…
৩
আহা এই আনন্দ উল্লাস
নির্বোধ
তর্ক করা দণ্ডনীয়…
মাথা তুলবেন না
পায়ের বুড়ো আঙুলে চোখ দান করুন
দান-খয়রাত উপভোগ্য
চারিদিকে অসহায় অপেক্ষা…
ডুবতে থাকুন…
ডুবতে ডুবতে…
৪
দম বন্ধ হবার সময়
হাসি না পেলে নিজেকে কাতুকুতু…
এই কৌশলেই ফিরবে…
যাদুঘরে এসে আপনিও তথাগত
চেতনাদের চটিতে পিষুণ
মোটেই দুঃখ পাবেন না
সুতরাং
হাততালি দিয়ে আবার
হো হো করে হাসুন
৫
থামলেই পাঁজরে অসংখ্য বিষফোড়া
আনন্দে ব্যাঘাৎ
অবসরে হানি সিং
অধ্যাবসায়!
চাটুন চাটান
এভাবেই একদিন