T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় আমিনুল ইসলাম
by
·
Published
· Updated
১| যিনি মান্যবর তিনি বোঝেন…
১জন বললেন~
কেন লেখ?
জবাবে তিনিই বললেন
নিজেকে প্রশংসিত করতে
এমনটা হয় বা নয় ভাবতেই
ছবি ভেসে আসে ~
চোখে কাপড় বেঁধে মহিলা
হাতে তরাজু
প্রশ্ন:- কী মাপছো?
উ:- একক
অবভাস:-
জলের একক লিটার
তাহলে বাতাস!
০.০০১৩০গ্রাম/মিলি
আর
আলোর ঔজ্জ্বল্যের একক
ক্যান্ডেলা
কবিকে বিমোহিত করে
জল-আলো-বাতাসের মিশ্রণ
২য় জন বানালেন
ফর্মুলা
১টি সুখের পায়রা উড়ছে
মহাশূন্য দ্বিখণ্ডিত
বর্গা চাষ শুরু
আমার ওজন নেই
দিশাহীন নাবিক
স্যুয়েজ খালে বেঁধেছেন জাহাজ
মান্যবর নেমে এলেন
মাটির কাছে
এবং পুনশ্চ…
২| মনের কাছে
আয়নার ভেতর
জল আমাকে ডুবিয়ে ধরছে
১গ্লাস আলো এসে মুখ ধুইয়ে দিল
স্বপ্ন নয়
বাস্তব
সত্য এখন অনেক দুর ~
লোককাহিনির ভঙ্গুর পাতায় উই
লোহার শরীরে জং
জংলি ফুল
আয়নায় মুখ চেনা
ডানা ভাঙা শূন্য শিশিতে
ফুঁ দিলেই বেজে ওঠে
ক্রমশ ঘুম আলগা
বাঁধন ঠেলে সরিয়ে দিতেই
বিরক্তি ছড়ায়
ভেতরে তাকাও এখন
আলতো কয়েক ফোঁটা
টপটপ গড়ায়
একটুও আলো নেই
ফোঁটা ফোঁটা কালো কারুকাজ
মুখোশ
ছায়ারা মিথ্যে গাছ
নকলনবিশ
হালফিল ফ্যাশন
মন পেতেছে ইঁদুর কল
সত্য! বেঁচে আছে কীনা জানা নেই
কারণ…!