কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

স্বাধীন বাংলাদেশের ৫২
প্রতিটি বছর প্রতিটি মুহূর্ত
তুলে দিয়েছে স্বাধীনতার ঘোষণা:
বাহান্ন বছরই; শক্তি সঞ্চয়
পৃথিবীর মানবতার জয়
বাংলাদেশ,
অসংখ্য বিভাজন বাঁধ
অর্থনৈতিক উর্পাজনে!
আমারই প্রিয় বাংলাদেশ
ভগ্নাবশেষ সীমারেখা টেনে
ভুলিয়াছে সম্পর্কের স্বাদ
বহুদিন স্বাদে অনন্য নিদর্শন
পৃথিবীর সব সভ্যতা সংস্কৃতি
চূড়ান্ত ভালোবাসা!
আমারই হৃদয়ে রঙে রাঙানো
বাংলাদেশ।