T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় আলতাফ হোসেন উজ্জল

ভালোবাসার রূপটি যেন দেবীর প্রতিচ্ছায়
তোমার জন্য আমার ভালবাসা উত্তাল সমুদ্রের মত,
তোমার নাসিকা আমাকে মন্ত্রের মতো উদ্বেলিত করে,
তোমারই ঠোঁটের কারুকার্য শোভিত মনোমুগ্ধকর
তা-ই তো তোমার ভালোবাসা পেতে ইচ্ছে করে ;
ঝড়, বাতাস এবং ভারী বৃষ্টির মতোই তোমারই ও-ই থুতনিতে;
প্রচন্ড আবেগের টান নিশাচর পাখি মতো
তা-ই তো তোমাকে হৃদয়ের আবদ্ধ করতে ইচ্ছে করে
তোমারই ও-ই হরিণের মতো নয়নের চাহনি আমার হৃদয় ছুয়ে যায়,
আমার প্রতিটি হার্টবিট তোমাকে আরো ভালোবাসে!
আমার অনুভূতি তোমাকে ঘিরে কোন এক দেবীর মতো,
অতীত থেকে প্রকাশিত কবিতা তোমাকে ঘিরে
হয়তো তোমার অজানা!
ভালোবাসার রুপটি যেন দেবীর প্রতিচ্ছায় ,
কোথাও উঁচু কোথাও নিচু ; যেন
শৃঙ্খলিত রূপে রহস্যের মায়া ;
তুমি আমার শ্বেতকায় নারীর উর্বরতা শক্তি।
শিহরিত শিহরণে জাগলো মনে
সেই সাথে রঙিন ছন্দের গতি,
তা-ই তো পুনঃ জাগরনের বছরের সঙ্গে যুক্ত তুমি ;
তোমারই মায়ায় প্রজাতির মতো বসে থাকি
এবং ভাবনায় তুমি।।