কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

বৃষ্টি শেষে রবিরশ্মি
বৃষ্টি শেষে রবিরশ্মি
সাতটি রঙের ছোঁয়া
সঙ্গে আছে উঞ্চতা
আর হৃদয় রঙে রাঙা।
জীবন যুদ্ধে , বইয়ের পাতা
এসব ভাবনায় তুমি
তা-ই তো বেশ সৃষ্টি সুখে
সৃজনশীলতায় তুমি ।
শৃঙ্খলা রক্ষা জলের মতো
নয়নে নিবদ্ধ রাখে প্রমাণ ,
তাকিয়ে দেখি সন্ধি হয়েছে
মায়ামুক্তির ছায়া।
ছন্দ মোর সজীবতা
হরিণীর অবয়বে,
চমৎকার রূপে বাঁকা ঠোঁটে
রুপ রহস্যের মায়া।
অবয়বে হরিনী গোলাপ
প্রকৃতির রূপে চুল,
হাওয়ার দোলে, সঙ্গে কর্ণে
ঝুমকো ফুলের কানের দুল।
হস্তে আমার লিপিকরে
অদৃশ্য এক অম্বিকা,
অম্লান বানী শোনাতে যেয়ে –
কঠোর হস্তে লিপিবদ্ধ
অবশিষ্টাংশে তুমি।।