কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল (গুচ্ছ কবিতা)

ছোট্ট কথার কবিতা
১.
দেখো, আমার চোখ দু’টি
আর্দ্র ফুল হয় তোমার উষ্ণতার
জলধারায়।
তোমার হরিণজিহ্বার উষ্ণতায়
শিশির শুষ্ক বাক্যে
যা আমার চোখে শ্রেষ্ঠ ভালোবাসা।
প্রচ্ছদে আম্র চিহ্ন
অতিশীতল আগুন্তকঃ আমি।।
২.
ম-ম ও-ই নয়নে
আমার ভালোবাসা,
খোঁপাতে ফুল, মুখে টুকটুকে
ঠোঁটের হাসি ;
আমি উতলা হই!
অনাহারে থাকা মানুষের মতো
কখন কথা হবে, ব্যক্ত করবো
মনের ভাষা!
তুমি আমার জন্য সেরা
ছোট্ট কবিতা
যার রুপ, গন্ধ অবিরাম।।
৩.
একটি মুখ বারবার মায়ামৃগ বৃত্তে
আজো যত্ন করে
তিনটি যুগের কাল্পনিক চিত্র
রঙ ও পেন্সিল ছাড়াই এঁকেছি,
সেই ছবি যা কল্পনা করি……
আঁকতে পারিনি শতসহস্র দিনলিপিতে…………..
৪.
ভালবাসি,ভালবাসি…….সারাদিন……
অপরুপ তরুণী …তোমার লাল টুকটুকে ঠোঁটের হাসি ..
ভালোবাসি ভালোবাসি সারাক্ষণ
অস্থির চোখের চাহনি
বলতে ইচ্ছে করে অষ্টাদশ
তরুণী তোমায় ভালোবাসি
ভালোবাসি সারাক্ষণ।।