কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল (গুচ্ছ কবিতা)

তুমি
১|
চাঁদের আলো সবাই দেখে
হৃদয়ে কাব্য লিপির ছোঁয়া আঁকে,
তুমিতো আমার চাঁদের আলো নাইবা
ছুঁইলাম,
তারপরও হৃদয়ের বন্ধনে
সুন্দর রূপে রেখেছি বহুদিন আগেই,
থাকবে স্মৃতি রোমন্থন করবো আমি,
চিরন্তন শব্দের চিরচেনা কথা,
ভালো থেক রুপ লাবন্য নারী ;
ভালো থেক আমার প্রিয় মাধুকরী
যুগযুগান্তর সুখ শান্তির ভূবণে।।
২|
লক্ষী সোনা চাঁদের রূপে হৃদয় কন্যা,
আসবা নাকি ঘুরতে যাবো,
হৃদয় ছুয়ে কথা বলবো
সাথে খাবো পাস্তা পিজা!
ভুলে যাবো রাগ অভিমান,
চলে আসো, বলবে ডেডি সুগার ।।
৩|
যদিও তুমি আমার হঠাৎই বৃষ্টি
রবিরশ্মির বিকিরিত আলো,
প্রস্ফুটিত গোলাপের মন ছুয়ে যাওয়া গান,
তুমি যেন শরতের জ্যোৎস্নার সন্ধ্যার পূরবী।
তোমারই ও-ই নয়নে নিবদ্ধ রাখি
ভাবনাগুলো যেন সদ্য জন্মানো হিমশৈল রঙতুলির রঙের ছোঁয়া।।