T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় আলতাফ হোসেন উজ্জ্বল

তুমি এখন ব্যস্ত অন্য কোনো সংজ্ঞায়
তোমায় আদর করে,
বুকে টেনে নিতে চেয়েছিলাম,
নিয়েছিলাম বটে!
তোমার চতুরঙ্গ ছত্রছায়ায়।
তোমার ঠোঁটের স্পর্শ
করতে চেয়েছিলাম,
ঠিক আগের মতো!!
অপূর্ণ ইচ্ছের ভালোবাসা
ছিলো বলে!!!
তোমার হাত ধরে
হাঁটতে ইচ্ছে করে ঠিক
আগের মতো-
পরমানন্দ অনুধ্যানে।
তোমার গাঘেঁষা গন্ধে
এখনো মন আকুলতা করে –
কোন বসন্ত উৎসবে
তোমার চলবার নতুন পথে।
আমার সবকিছু থমকে গেছে !
ঝগড়া বিহীন শব্দে!!
তোমার,
আনন্দ ছন্দ আমাকে ব’লে দেয় –
এখন সবকিছু তোমার
অন্তিম শয়নে।।
ভালোবাসা শব্দটাএখন,
ভালো লাগে না-
অমাবশ্যা অথবা
পূর্নিমা রাতে!!!
তুমি নামক যে প্রিয় বন্ধু –
ভালোবাসার আঙিনা
সাজাতে চেয়েছিলাম! !
সেই তুমি
এখন অন্যজনের আঙ্গিনায়
দাঁড়িয়ে!!!
বলোতো, আমি এখন ব্যস্ত –
দিকবিদিকশুন্য মানুষ ভীড়ে!!
শুকনা বুকে শিশিরে ভেজা
উড়নচণ্ডী দশায়।।