কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

সৃষ্টি শক্তিতে তুমি
তোমার একটা ছবি দিও
আঁকিবো হৃদয়ের গান,
দৃষ্টিতে তোমারই নয়নে
নিবদ্ধ রাখিবো ;
অদৃশ্য ইশারায়
চোখ দুটো ভাসমান,
তারাপটে শান্তিতে অঝোর
ধারায় ;
কান্না করে প্রার্থনা হবে!
পৃথিবীর কোথাও ফের
যদি জন্ম হয় আমার –
সে সময়
তুমিও ফিরে এসো পৃথিবীতে!
জন্মের সময়টা হয় যেন
তোমারই সাথে সন্ধিক্ষন!
তখনই হাতে হাত ধরে
চলবো তড়িৎ উচ্চারণে
চির-অসীম সদা-বিদ্যমান,
বলবো সৃষ্টিশক্তিতে তুমি
চিরন্তন অস্তিত্বে
ভুবনে তুমি -শুধু তুমি।।