একটি পৃষ্ঠা শেষে আরেকটি পৃষ্ঠা
পৃষ্ঠার নথিপত্র জমা দিবো ….প্রতিদিন আমরা… আমাদের জীবনের পাতা থেকে একটি করে পাতা ভাঁজ করি ।।
আরেকটি পৃষ্ঠার মাঝে, আমরা আমাদের ইচ্ছাকে বিদায় জানাতে।।
আমাদের স্বপ্ন ..আমাদের সুখ .. আমাদের কষ্ট গুলো..
একটি পৃষ্ঠা এবং আরেকটি পৃষ্ঠার মাঝে..
মানুষ যাদের সাথে আমাদের দেখা হয় .. আমরা তাদের ভালোবাসি ..
আমরা তাদের নই.. তাদের সাথে আমাদের গল্প কখনো শেষ হয় না ..…আমরা কিছু মানুষকে বিদায় বলি..
হয়তো একদিন তাদের সাথে দেখা হবে….
একটি পৃষ্ঠা এবং আরেকটি পৃষ্ঠার মাঝে…. রাস্তার ধারে হাত ধরার জন্য অপেক্ষা করি..
একটি পাতা এবং অন্য পাতার মাঝে.. আমাদের ভালোবাসার মানুষগুলো…..এখনো আমাদের জীবনে ধ্রুব …!! এই পৃষ্ঠার ভাঁজগুলির মাঝে ……………..
আর যা আমাদের থেকে যায় তা শুধুই স্মৃতি.. পুরোনো বছর শেষ -নববর্ষ বাঙালির ঘরে।।