কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

সর্ষে ভুতপ্রেত
ওরে বাঁদর,
তোর হস্তে দিলাম লাঠি,
তুই আলোকিত জীবন
পাণ্ডারমতো
ভেঙে গলিতে আঁকলি
কেশবহুল বিটচ্যালা।
হকিষ্টিক রেখাচিত্র কি
লিপিবদ্ধ সূর্য রোশনি,
পড়ন্ত দুপুরে
তুই কি করলি!
বলে দে, দ্রৌপদীকে
আলসে থেকে ঝুঁকে.
দেখে আমার সঙ্গে
আজ কিছু নেই
কেউ নেই,
দৃশ্যমান হয়েছে,তোদেরই
অঙ্গুলিহেলনে কেটে।।
তর্জনীও দিয়েছি বাঁদরের
হস্তে
দাঁড়াচ্ছি সিঁড়িতে শেকলবাঁধা।
তোরা খোঁচা দিবি
পাঁজরে আছড়ে দিবি
পৃথিবীর চারিধারে
বান্দরের বান্দ্রামী।।