কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

হৃদয় তৃষ্ণাত জগৎ
আমি মুগ্ধ আমি তৃষ্ণাত,
স্বপ্নময় মায়াবী মুখচ্ছবি তোমায়;
নয়নে নিবদ্ধ আমার
তোমার সৌন্দর্যের নাসিকায়,
আমি আবেগে আপ্লুত,
তোমার সুশ্রী ঠোঁটের কারুকার্যতায়,
শোভিত মনোমুগ্ধকর
তোমার চিবুকের ভালো লাগায়,
সৃষ্টির সোনালী রঙে রাঙানো
তোমারই হাসি;
মুখের সুবার্তা আনন্দ উল্লাস
ভরে উঠে দেহতরণী আমার,
অবয়বে হৃদপিণ্ডটা আমার
কম্পন তুলে নতুন উচ্ছাসে
তোমারই ইন্দ্রিয় স্বপ্ন ছায়ায়,
কম্পিত কণ্ঠে বলতে ইচ্ছে করে
তুমি আমার গল্পের
হৃদয় তৃষ্ণাত জগৎ ।।