কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল

কোন পথিকের মুক্তমালা
ভালোবাসি তোমায়,
ভালোবাসার অপুর্ব কথা
বলতে চাই শুদ্ধতা অথবা
কোনো পথিকের সন্ধান পাওয়া
মুক্তমালা ;
জীববৈচিত্র্যের সরল-সৌন্দর্যে
অথবা কোনো প্রকৃতির রূপে
বিশেষায়িত অ্যান্টিবায়োটিক,
যা চমকে যায়;
অথবা শারীরিক পরিবর্তন!
হারায়ে ঝিনুক
নীরবে তার ছায়ার ছোঁয়াখানি।
কাব্যের কাহিনিবিস্তার ভুবনে
শ্যামল কোমলপ্রাণ,
দিনলিপিতে কমলকলি সূর্য লগনে
অস্তহীন প্রতিপন্ন বকুল ফুলের
সাজসজ্জায়,
হৃদয়পটে ভাসিয়া চিরসবুজ
প্রেম রহস্যের মায়া হরিণী
অনুসন্ধানে অদ্যাবধি মিলেনি
সমগ্র মহাবিশ্বময়।।