নির্বাচিত কবিতায় আবু হাসান শাহরিয়ার
পাঠশালা
খ্য্যতিরা কেন প্রচারে ভিক্ষুক?
মূঢ়রা কেন ধর্মে বাড়াবাড়ি?
শাসকে কেন এত মিথ্যাচার?
খুনিরা কেন জীবনে সিলগালা?
পুলিশ ফাঁড়ি খুনির পাঠশালা
করোনাকালে বহির্গামী হলে
‘নোলকে নাক, প্রলেপে ঠোঁট’ ভুলে
মুখোশাচারে যুগোপযোগী থাকো—
চুরি বা খোয়া না-যাক আম-ছালা
প্ুঁজিবিশ্ব চোরের পাঠশালা
মসিকে যারা অসির চেয়ে বড়ো
মানে না, তারা পরাশক্তিধর
মুনাফা বেশি অস্ত্রব্যবসায়ে
পিপাসু অসি মসির ঘরে তালা
সেনাশিবির বিনাশী পাঠশালা