নির্বাচিত কবিতায় আবু হাসান শাহরিয়ার

ধর্ষকাম

১.
জয়নুলের কাক জানে, কী করুণ দুর্ভিক্ষের দিন
যুদ্ধাহত যোনি জানে, ধর্ষকের শিশ্নে কত ধার
বায়ান্নো ধর্ষিত হয়, মুখ যদি বাক্-পরাধীন
একাত্তর অস্ত যায়, রাষ্ট্র যদি সত্যে হানাদার
২.
মনের বিস্তার প্রেম; ধর্ষকাম মনসার বিষ
বিত্ত-ক্ষমতার সখ্যে বৃহত্তরে ধূমাকার চিতা
ধর্ষকের জিভও শিশ্ন; চোষ্য তার হিংস্র শুভাশিস
ব্যর্থরাষ্ট্রে লোকপ্রথা ধর্ষকামী যৌনবিলাসিতা
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।