মেহেফিল -এ- শায়র আবু হাসান শাহরিয়ার (নির্বাচিত কবিতা)
জনমনচারী কথামৃত
আষাঢ়-শ্রাবণে মেঘ মন্দাক্রান্তা ছন্দে যাকে ডাকে
সে-ই কালিদাস; করে মেঘের দূতালি
বর্ষা তার মেঘদূতাবাস
বৃষ্টি প্রেসনোট
অদ্য চার ঘটিকায় প্রেসকনফারেন্স আছে তার
মতবিনিময়ও আছে প্রান্তিকের কবিদের সাথে
অক্স্থুল পদ্মাপার; আয়োজক শারদীয় কাশ
যত ব্যস্ততাই থাক, আমি যাব। তুমিও যাবে তো?
যথাক্ষণে চলে এসো, যদি যাও
সঙ্গে যেন কবিতাও থাকে
সদ্যবিরচিত
মিডিয়ার সিকিসত্যে কালিদাস অসন্তুষ্ট তাই
অদ্য এই প্রেস কনফারেন্স
কবিদের রচনায় জনমন উপেক্ষিত তাই
ভাদ্রে এই মতবিনিময়
কবিতা শব্দের নদী; সময় নদীর সহোদর
মেঘে মেঘে বেলা আর
জনমনে বয়ে যাক কবি